এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গত বছর যা ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর ছিল ৯ হাজার ৭৬৮ জন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে ৯০ হাজার ১৯৬ জন। আর পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন। আর বহিষ্কার করা হয়েছে ৪৫ জনকে।
ফলাফল ঘোষণার পরপরই আনন্দ-উল্লাসে ফেটে পড়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারা শিক্ষার্থীরা। নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানায় তারা।
বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৭৭টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থী শতভাগ পাশ করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯০টি। তবে পাশের হার বাড়লেও এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।