ঠিক, এই মুহূর্তে ভারতে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সফল ব্র্যান্ডের নাম শাহরুখ খান। নাগাড়ে ট্রোলিং করে তাঁর ব্র্যান্ডভ্যালু কমানো যায় না, বয়কট ঘোষণা করলেও তাঁর সিনেমা প্রযোজকের সিন্দুক ভরিয়ে দেয়। ধর্মগুরুরা তাঁর মাথা কাটার নিদান দিলেও কাটআউট আর পোস্টারে তলোয়ারের বদলে তাঁর গলায় ঝুলে পড়ে ফুলের মালা!
কেন একজন ৫৭ বছর বয়সী ‘বুড়ো’–কে নিয়ে ভারতের মাটিতে এত উন্মাদনা? কেন তিনি দু’হাত ছড়িয়ে দাঁড়ালে গোটা ভারতবর্ষ নতজানু হয়ে যায় তাঁর সামনে? কী আছে শাহরুখ খানের মধ্যে?
দুর্দান্ত অভিনয়ক্ষমতা?
না।
হৃতিক রোশনের মতো গ্রিক গড ধরনের দেহসৌষ্ঠব?
না।
তবুও কেন ভারতের ৪১ শতাংশ নারী স্বপ্নের পুরুষের নাম জিজ্ঞাসা করলে শাহরুখের নাম নেন? শুধু অভিনয় ক্ষমতা কিংবা স্টারডমে এ জিনিস হয় না। এ উপমহাদেশে নারীর মন যদি একজনও কেউ বুঝে থাকেন, তাঁর নাম শাহরুখ খান। তাঁর চেয়ে ভাল মার্কেটিং খুব কম স্টারই জানেন। তিনি জানেন, ঠিক কী কী স্ট্র্যাটজি নিলে, ঠিক কী কী ধরনের রোল চুজ করলে অথবা সিনেমায় ঠিক কোন কোন জিনিসটা ঢুকিয়ে দিলে মহিলাভক্তরা বুঁদ হয়ে থাকবেন এসআরকে–তে। অভিনয় যদি নাও করেন আর স্রেফ মার্কেটিং গুরু হয়েই বাকি জীবনটা মোটা টাকা রোজগার করতে পারবেন, এমনই নিশ্ছিদ্র সেই মার্কেটিং প্ল্যান।
মহিলাভক্তদের কাছে টানতে শাহরুখ কী কী করেন, তা নিয়ে ৮০০০–এরও বেশি মহিলা ভক্তের সঙ্গে কথা বলেছেন শ্রায়াণা ভট্টাচার্য। তারপরে লিখেছেন ‘Desperately Seeking Shah Rukh’ নামে একটি বই।
কালকের ব্লগ সেই নিয়েই।
শুধুই ক্যারিশমা? কোন ফর্মুলায় মহিলাদের হৃদয়ের রাজা শাহরুখ?