এপার বাংলায় সাড়া জাগানো মাসুদ-ময়নার গল্পে আগ্রহ নেই ওপার বাংলার দর্শকদের! চোখ ধাঁধানো প্রচারপর্ব। বাংলাদেশে সাড়া জাগানো সিনেমা ‘সুড়ঙ্গ’ সাফল্যের আলো দেখলো না ওপার বাংলায়। ঈদে মুক্তি পেয়েছিল আফরান নিশোর অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’। বাংলাদেশি নাটকের সফল অভিনেতা দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় অভিষেক করেছেন নিশো।
এপারের দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছে মাসুদ আর ময়নার ‘সুড়ঙ্গ’কে। শাকিব খানের ‘প্রিয়তমা’র ঝড়ে মাঝেও আলাদাভাবে নজর কেড়েছে এই ছবি। অনেক আশা নিয়ে কলকাতায় গত শুক্রবার মুক্তি পেয়েছিল এই ছবি। পাঁচ দিনে আফরান নিশোর ছবি পেয়েছে মাত্র ৮ লাখ টাকা।
গত ২১শে জুলাই ‘সুড়ঙ্গ’র মুক্তি উপলক্ষ্যে কলকাতার হাজির ছিলেন আফরান নিশো। কিন্তু রায়হান রাফির ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের ছবিটা একদম বদলে গেল ওপারে। মুক্তির প্রথম পাঁচদিনে পশ্চিমবঙ্গে মাত্র ৮ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। যাকে ভালো ব্যবসা বলে মানতে না-রাজ বিশেষজ্ঞরা। বক্স অফিস বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার বক্তব্য, ‘সুড়ঙ্গ দেখতে হলে ভিড় নেই’। টলিবাংলা বক্স অফিসের তরফেও জানানো হয়, পাঁচ দিনে ছবির আয় ৮ লক্ষ টাকা।