Can't found in the image content. ২য় বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি জাকারিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

২য় বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি জাকারিয়া

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: সোমবার, জুলাই ২৪, ২০২৩

২য় বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি জাকারিয়া
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক করাসহ চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া।

রোববার ২৩ জুলাই, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতার জুন-২০২৩ মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নাম প্রকাশ করেন খাগড়াছড়ি জেলা পুলিশের কর্ণধার, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক (পিপিএম)।

এর আগে মে-২০২৩ মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া নির্বাচিত হন। 

ওসি মো. জাকারিয়া বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হকের (পিপিএম) আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।