প্রতিভার বিকাশ ঘটবেই পৃথীবির যে প্রান্তেই থাকুক না কেন।এমনি এক অবহেলিত প্রতিভাবান ক্রিকেটার ইমরুল কায়েস।
এবার ইংল্যান্ডের মাটিতে ব্যাটিংএ ঝড় তুললেন তিনি।ইংল্যান্ডের মিল্টল কিংসে সিমবাহ কাপে এমকে সুলতানের বিপক্ষে ৫৯ বলে ১৬৩ রানের একটি মারমুখী ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। ইমরুল কায়েস যশোরের ছেলে আবুল কালাম আজাদের পরিচালিত এমকে রাইজিং স্টার দলের হয়ে খেলছেন।
আবুল কালাম আজাদ ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা।এমকে সুলতানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের মারমুখী ১৬৩ রানের উপর ভর করে ২২২ রান করে এমকে রাইজিং স্টার।ম্যাচের শুরুতেই বাংলাদেশ দলের আরেক মারমুখী খেলোয়ার সাব্বির রহমান শুন্যরানে প্যাভিলিয়নে ফেরেন।এরপর আউট হন যোবায়ের আলম। পরে দলের হাল ধরেন আরেক টাইগার ব্যাটার মোহাম্মদ আশরাফুল করেন ২০ রান।এর পর মাঠে নেমেই ঝড় তোলেন ইমরুল কায়েস।তুলে নেন ৫৯ বলে ১৬৩ রান।ম্যাচে ১৪ টি বাউন্ডারি ও ১৫ টি ছক্কা হাকান তিনি।
২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান এ দলের খেলোয়ার নিয়ে গঠিত এমকে সুলতান। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার রেহান আফ্রিদি।এমকে রাইজিং স্টারের হয়ে ইমরুল কায়েস ও মোহাম্মাদ আশরাফুল ২টি করে উইকেট নেন।