Can't found in the image content. নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে- মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে- মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, জুলাই ২৩, ২০২৩

নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে- মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। যারা সরকার গঠন করতে চান তাদের একটি মাত্র উপায় নির্বাচনে অংশ গ্রহণ করা। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয়। সড়যন্ত্রের পায়তারা করে কোন লাভ হবে না। 

তিনি শনিবার বিকাল ৪ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নাটখোলা পুলিশ তদন্ত কেন্দ্র ও স্বাধীনতার মোড়াল উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিএনপির নিকট থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশীদের নিকট ধরনা দিয়ে লাভ হবে না। বিদেশী কুটনীতিকরাও ২/১ দিন পর টের পাবে, তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

বিএনপির পদ যাত্রার দিন, আওয়ামী লীগের শোভা যাত্রার বিষয়ে তিনি আরো বলেন, উন্নয়নের চিত্র নেতাকর্মীরা প্রচার করতে পারেন, তাই শোভাযাত্রার ডাক দলের সাধারণ সম্পাদক। আর আগামী নির্বাচন, নির্বাচন কমিশনের মাধ্যমেই সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব পরিক্ষিত। তাই সুন্দর একটি নির্বাচনের ব্যাবস্থা তারা করতে পারবে। 

এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তা, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।