Can't found in the image content. ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নি হ ত ১৪ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নি হ ত ১৪

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুলাই ২২, ২০২৩

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নি হ ত ১৪
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে ১৪টি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

তবে তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।