Can't found in the image content. রাজ্যকে নিয়ে ঘরে ফিরলেন পরীমণি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

রাজ্যকে নিয়ে ঘরে ফিরলেন পরীমণি

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ২১, ২০২৩

রাজ্যকে নিয়ে ঘরে ফিরলেন পরীমণি
গত বেশ কিছুদিন ধরে রাজ-পরীমণির সন্তান রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হচ্ছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। নেটদুনিয়ায় পরীমণি নিজেই এ কথা জানিয়েছেন।

এ নিয়ে অবশ্য রাজও পাল্টা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার সমবেদনার কথা। কিন্তু সে কথার কোনো পাত্তা দেয়নি ভক্তরা। এবার সেই ভক্তদের জন্য সুসংবাদ দিলেন পরীমণি।

রাজ্য সুস্থ হয়েছেন বলে জানিয়ে বুধবার (১৯ জুলাই) পরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।

সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি আরও লেখেন, আপনারা সবাই আমার পদ্মকে কতো ভালোবাসেন! ও বড় হলে আমি সবার কথা বলব একদিন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।