Can't found in the image content. কেন অঙ্কুশ খোঁচা দিলেন মিমি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

কেন অঙ্কুশ খোঁচা দিলেন মিমি

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩

কেন অঙ্কুশ খোঁচা দিলেন মিমি
টালিউডের হিট জুটি অঙ্কুশ ও মিমি চক্রবর্তী। এখন দুজনকে একসঙ্গে সিনেমায় দেখা যায় না। তবে পর্দার বাইরে তাদের বন্ধুত্ব কিন্তু অটুট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁনসুটি করার সুযোগ পেলে ছাড়েন না মিমি চক্রবর্তী আর অঙ্কুশ হাজরার মধ্যে কেউই। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি অঙ্কুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সেলফি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘ছেলেরা কেন কোনো পোজ খুঁজে পায় না। এটা আমার ২৪টা সেলফি তোলার পর সিলেক্ট করা।

মানে ভাবুন বাকিগুলো কতটা খারাপ ছিল! যাই হোক, প্রেস্টিজের ব্যাপার। লাইক দেবেন।’

আর এই পোস্টে এসে মিমি কমেন্ট করলেন, ‘যার যেমন মুখ তেমনই তো ছবি উঠবে।’

অঙ্কুশ মোটেই ছেড়ে দেওয়ার পাত্র নন। বান্ধবীর মুখ বন্ধ করতে এরপর তার জবাব, ‘এই কনফিডেন্সটা তোর থেকেই পাওয়া’।

মানে কি, ঘুরিয়ে মিমিকেও ‘কম সুন্দরী’ বললেন নাকি!