Can't found in the image content. শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের অংশ: শাকিব | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের অংশ: শাকিব

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ১৯, ২০২৩

শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের অংশ: শাকিব
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি দেখার জন্য বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় করছেন অনুরাগীরা। শো শেষে আবেগী হয়ে হল ত্যাগ করছেন তারা। তৃতীয় সপ্তাহে এসে একই চিত্র দেখা যাচ্ছে। এই ভালোবাসায় মুগ্ধ শাকিব খান। সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করলেন কৃতজ্ঞতা।

মঙ্গলবার নিজের ফেসবুকে শাকিব লিখেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের অংশ। আমাকে নিয়ে তাদের ভালোবাসা ও ভাবনা প্রশংসনীয়। অনেক ধন্যবাদ, সবসময় তারা আমার পাশে আছেন, সবার জন্য ভালোবাসা।’

এদিকে যুক্তরাষ্ট্র-কানাডায় রমরমিয়ে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় করেছে ৮৪ হাজার ডলার! এ তথ্য দিয়েছেন ‘প্রিয়তমা’র কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

ঈদুল আজহায় দেশের ১০৫টি হলে মুক্তি পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে আরও ৪টি হল বেড়েছিল। তৃতীয় সপ্তাহে এসে দেশের ৮৪ সিনেমা হলে ছবিটি দাপট দেখাচ্ছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।