Can't found in the image content. জন্মের পর থেকেই ছেলেকে কুরআন তেলাওয়াত শোনাচ্ছেন সানা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

জন্মের পর থেকেই ছেলেকে কুরআন তেলাওয়াত শোনাচ্ছেন সানা

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩

জন্মের পর থেকেই ছেলেকে কুরআন তেলাওয়াত শোনাচ্ছেন সানা
মা হয়েছেন বলিউড থেকে সরে যাওয়া অভিনেত্রী সানা খান। ছেলের নাম রেখেছেন তারিক জামাল। অভিনেত্রীর সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, বেবি কটে শুয়ে আছে সদ্যোজাত শিশু, ফোনে চলছে কুরআন তিলাওয়াত।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কুরানের তেলাওয়াত শোনাচ্ছি।’ শুধু তাই নয় তিনি ভিডিওতে বাবা ও ছেলের মধ্যে একটি সুন্দর মুহূর্তও শেয়ার করেছেন।

২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নভেম্বর মাসে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে হয় তার। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক। এরপর নতুন জীবন শুরু হয় তার। আর বিয়ের তিন বছরের মাথায় সন্তানসম্ভবা হন সানা। চলতি বছরেই প্রকাশ্যে আসে সেই খবর।