Can't found in the image content. শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন অপু বিশ্বাস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ১৭, ২০২৩

শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন অপু বিশ্বাস
সম্প্রতি নেটমাধ্যমে শাকিব-অপুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তা পার হচ্ছেন তারা। সঙ্গে আছেন আব্রাহাম খান জয়। এরপর শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। বিচ্ছেদের দীর্ঘদিন পর তারা আবার একসঙ্গে পথচলা শুরু করবেন বলে নানা গুঞ্জন চলছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং অপু বিশ্বাস।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেলা শেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি। সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে আমি বলতেই চাই না। আমি দেখেছি আমাদের কাজের জায়গায় দেখে দর্শক অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এখন কাজ বেড়ে গেছে।’

শাকিব খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন। ওই জায়গা থেকে ‘প্রিয়তমা’ সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারো পক্ষে সম্ভব না।’

প্রসঙ্গত, সিনেমায় জুটি বেঁধে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে ভালো বন্ধুত্ব। একসময় সেই বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে পরিণয়ে জড়ান দুজন। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।