Can't found in the image content. চিকিৎসকদের নিগ্রহে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

চিকিৎসকদের নিগ্রহে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, জুলাই ১৬, ২০২৩

চিকিৎসকদের নিগ্রহে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন
সম্প্রতি সেন্টার হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাসহ একের পর এক চিকিৎসকদের নিগ্রহে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মরত চিকিৎসকরা। 

রোববার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স  গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মামুন আর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান ও ডাঃ উম্মে সালমা।

মানববন্ধন থেকে হুশিয়ারি দেওয়া হয় অবিলম্বে ডাঃ মিলি, ডাঃ মুনা ও ডাঃ শাহজাদীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে গত ১৭ ও ১৮ তারিখ প্রাইভেট রোগি দেখা বন্ধ থাকবে। মুক্তি না দিলে এরপর আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা জানান।