Can't found in the image content. সৈয়দপুরে রিকশাচালককে গলা কেটে হত্যা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

সৈয়দপুরে রিকশাচালককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৯, ২০২১

সৈয়দপুরে রিকশাচালককে গলা কেটে হত্যা

নীলফমারীর সৈয়দপুর উপজেলায় এক রিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়েছে।

 

 

রোববার রাতে উপজেলার শহরে বাবুপাড়া সানাউল্লাহ বসুসিনিয়া সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম দুলাল (৩৫)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট নিবাসী মো. মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।

 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, একটু বেশি আয়ের জন্য করোনাকালে দুলাল রাতেও রিকশা চালাতেন।

 

প্রতিদিনের মতো রোববার রাতে রিকশা নিয়ে দুলাল সৈয়দপুর শহরে যান। এর পর রাতে আর ফেরেননি তিনি।

 

সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিরা বাড়ি ফেরার পথে অজ্ঞাত ব্যক্তির লাশ শহরের বাবুপাড়া সানাউল্লাহ বসুসিনিয়া সড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় লাশের অন্য পাশে একটি রিকশা ও মোবাইল পড়েছিল।

 

এ অবস্থায় স্থানীয়রা পুলিশকে খবর দেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

তিনি জানান, লাশের গলায় ও নাভির নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।