Can't found in the image content. প্রিয়াংকা দীপিকা ক্যাটরিনা আলিয়া আনুশকা: কার পারিশ্রমিক কত? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রিয়াংকা দীপিকা ক্যাটরিনা আলিয়া আনুশকা: কার পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩

প্রিয়াংকা দীপিকা ক্যাটরিনা আলিয়া আনুশকা: কার পারিশ্রমিক কত?
বলিউড তারকা দীপিকা-প্রিয়াংকার মতো নায়িকারা উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। এটাই প্রমাণ করে যে, অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছেন অভিনেত্রীরাও। যদিও পারিশ্রমিকের হিসেবে নায়কদের থেকে অনেকটাই পিছিয়ে থাকেন নায়িকারা। তবু সিনেমাপ্রতি অভিনয়ের জন্য কত টাকা এই তারকারা নিয়ে থাকেন সেটি নিয়ে আগ্রহী তাদের দর্শকরা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, বলিউডে প্রতি সিনেমা বা সিরিজের জন্য সবচেয়ে বেশি টাকা নেন প্রিয়াংকা চোপড়া। সিনেমাপ্রতি ১৫-৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

এর পরই রয়েছেন দীপিকা পাডুকোন। বাজিরাও মাস্তানিখ্যাত নায়িকা তার এক একটি ছবির জন্য ১৫-৩০ কোটি টাকা পান।

বলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউত রয়েছেন এ তালিকার তিন নম্বরে। প্রত্যেক সিনেমার জন্য ১৫-২৭ কোটি টাকা নিয়ে থাকেন তিনি।

এর পরই রয়েছেন ভিকি কৌশলের স্ত্রী ক্যাটরিনা কাইফ। সিনেমাপ্রতি তাকে দিতে হয় ১২-২১ কোটি টাকা। আলিয়া ভাটও বলিউডের অন্যতম দামি অভিনেত্রী। এক সিনেমার জন্য ১০-২০ কোটি টাকা নিয়ে থাকেন তিনি।

এ তালিকার ছয় নম্বরে আছেন আনুশকা শর্মা। বিরাটপত্নীও তার এক একটি ছবির জন্য ৮-১২ কোটি টাকা নিয়ে থাকেন।

একসময়ে বলিউডের সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও আনুশকার মতোই পারিশ্রমিক পেয়ে থাকেন ছবিতে অভিনয়ের জন্য।