চট্টগ্রামে কোরবানি উপলক্ষে গবাদি পশুর চাহিদা রয়েছে ৮ লাখ ৭৯ হাজার ৭১৩ টি। চাহিদার সাথে যোগানের পার্থক্য এখন মাত্র ৩ শতাংশ। বিভিন্ন বাড়ি ও খামারে কোরবানির জন্য প্রস্তুত আছে ৮ লাখ ৪২ হাজার ১৬৫ টি গবাদি পশু। এর মধ্যে -গরু ৫ লাখ ২৬ হাজার ৩২৫, মহিষ ৭১ হাজার ৩৩৩টি এবং ছাগল ও ভেড়া ২ লাখ ৪৪ হাজার ৪০৫টি ।
অথচ ২০১৫ সালে চট্টগ্রামে গবাদি পশু উৎপাদন ছিল ৩ লাখ ২০ হাজার। অর্থাৎ ৮ বছরে গবাদি পশুর উৎপাদন বেড়েছে প্রায় ৩ গুণ। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঘাটতি মিটিয়ে আগামী কয়েক বছরে উদ্ধৃত্ত পশু উৎপাদন হবে চট্টগ্রামে। এবার কোরবানির চাহিদা প্রায় স্থানীয় উৎপাদন দিয়ে মেটানো হবে। বাকি কিছু আসবে পার্শ্ববর্তী জেলা থেকে ।
খামারিদের সব ধরনের সহযোগিতা দেয়ায় দিন দিন পশু উৎপাদন বাড়ার কথা বললেন, প্রণিসম্পদ কর্মকর্তা।
পাশ্ববর্তী দেশ থেকে পশু না আসায় পশু পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। কোরবানির আগেই সব পশু বিক্রি করে দেওয়ার আশা করছেন তাঁরা।
কোরবানিকে সামনে রেখে কেউ যাতে অসুস্থ পশুবিক্রি করতে না পারে সেজন্য চট্টগ্রাম জেলা প্রাণি সম্পদ বিভাগ মহানগরী ও জেলায় ৭১টি ভেটেরিনারী টিম প্রস্তুত রেখেছে। এছাড়া বিভিন্ন স্থানে পশুর হাটের জন্য প্রস্তুতি নিয়েছে প্রশাসন।