ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নাক ছাড়া এক চোখ ওয়ালা বাছুরের জন্ম

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: সোমবার, জুন ১৯, ২০২৩

নাক ছাড়া এক চোখ ওয়ালা বাছুরের জন্ম
নাক নেই, মাথার উপরে কপালে একটি চোখ, মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। বিষয়টি অবাক করার মত হলেও, এমনি এক গরুর বাছুর জন্ম নিয়েছে,ভয়ঙ্কর এক রুপ তার। এতোদিন বিভিন্ন আকৃতির পশু জন্ম নেওয়ার কথা জানলেও এ এক অন্য রকম ঘটনা ঘটেছে। শনিবার (১৬জুন) এই আশ্চর্য জনক ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। উপজেলা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে আলাদীপুর ইউনিয়নের গকুল গ্রামের কৃষক পঙ্কজ চন্দ্র বর্মনের বাড়ীতে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ ছুটছে সেখানে।

রোববার (১৮জুন) সকাল ১১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের গকুল গ্রামে কৃষক পঙ্কজ চন্দ্র বর্মনের বাড়ীতে গিয়ে দেখা মেলে মাটিতে শুয়ে আছে একটি গরুর বাছুর। বাছুরটির চার পা লেজসহ সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার উপরে কপালে একটি চোখ,নাক নেই মুখদিয়ে শ্বাস-প্রশাস গ্রহন করছে। গরুর মালিক পঙ্কজ মা গরুটির কাছ থেকে দুধ সংগ্রহ করে বোতোলে করে ওই বাছুরটিকে খাওয়াচ্ছেন। পশেই আশপাশ থেকে দেখতে আশা উৎসুক জনতা ভিড় করছেন।

জানতে চাইলে পঙ্কজ চন্দ্র বর্মন বলেন, তার দুটো গাভীর মধ্যে একটি গাভী গর্ভবতি হওয়ার সময় হলে প্রায় ১০ মাস পুর্বে স্থানীয় পল্লী চিকিৎসক কে ডেকে গরুটিকে শাহীওয়াল জাতের ভ্যাক্সিন প্রয়োগ করেন। শনিবার গরুটির হঠাৎ গর্ভপাতের ব্যাথা উঠলে স্বাভাবিক ভাবে গর্ভপাত হওয়ার পর দেখতে পায় বকনা লাল রঙের একটি বাছুর জন্ম নিয়েছে। তিনি বলেন,বাছুরটির সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার উপরে অংশে কপালে একটি চোখ,নাক নেইমুখ দিয়েই নিশ্বাস গ্রহন করছে। এই দৃশ্য দেখে গরুর মালিক সহ তার পরিবারের লোকজন অবাক হয়ে  যায়,এতে তারা হতভম্ব হয়ে পড়েন।

বাছুর দেখতে আসা স্থানীয় প্রতিবেশী দুলাল চন্দ্র,শিল্পি রানী,বাবলু চন্দ্র মন্ডল বলেন,আমরা বিষয়টি জানতে পেয়ে দেখতে এসেছি। এমন ঘটনা কেখোনো দেখিনি। বাছুরটি দেখে আমরা আবাক হয়েগেছি। সৃষ্টিকর্তার লিলা খেলা বোঝা বড়মুসকিল।

স্থানীয় ধাত্রী নন্দ রানী বলেন,গরুটির প্রসব ব্যাথা উঠলে আমাকে খবর দেয়, আমি গরুটির প্রসব করার পর বাছুরটি ভযঙ্কর চেহারা দেখে প্রথমে ভয় পেয়ে যাই,আমার জীবনে এমন অবাক করা ঘটনা কোনোদিন দেখিনি, এ এক আশ্চর্যজনক ঘটনা।