Can't found in the image content. টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে এবারও বন্যার শঙ্কা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে এবারও বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুন ১৭, ২০২৩

টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে এবারও বন্যার শঙ্কা
টানা কয়েকদিনের বর্ষণ আর উজানের ঢলে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। এতে ক্রমশ বাড়ছে বন্যার শঙ্কা।

শনিবার (১৭ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল থেকে  বৃষ্টি কমলেও ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে ধীরে ধীরে নিষ্কাশিত হচ্ছে নগরের জলাবদ্ধতার পানি। 

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েকদিনে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি মিলিয়ে যাওয়ার আগেই সিলেটে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ, নেত্রকোণাসহ পূর্বাঞ্চলের আরো কয়েকটি জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব এলাকাতেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সিলেট ও আশাপাশের জেলাগুলোতে। বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে সিলেটের উজানে ভারতের মেঘালয় রাজ্যে। এতে নামছে পাহাড়ি ঢল। ঢল আর বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বেড়ে চলছে। ঢল আর বৃষ্টি অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই মাঝারি ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত বছর সিলেটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। এতে তলিয়ে গিয়েছিল জেলার ৭০ শতাংশ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছিল জেলার প্রায় সব মানুষ।

ওই বন্যায় ভেঙে যায় প্রায় ১০ হাজার ঘরবাড়ি। গতবারের বন্যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি ক্ষতিগ্রস্তরা। ভারী বৃষ্টি হলেই সিলেট নগরে জলাদ্ধতা দেখা দেয়। গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকালের বৃষ্টিতেও তলিয়ে যায় নগরের অনেক এলাকা। এমন অবস্থায় আবার বন্যার আশঙ্কায় সিলেটে আতঙ্ক দেখা দিয়েছে।