Can't found in the image content. সাড়ে ৯ কেজি সোনাসহ চার নারী-পুরুষ আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

সাড়ে ৯ কেজি সোনাসহ চার নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুন ১৬, ২০২৩

সাড়ে ৯ কেজি সোনাসহ চার নারী-পুরুষ আটক
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি সোনাসহ দুজন নারী ও দুজন পুরুষকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মইজ্জ্যার টেকে কক্সবাজার থেকে আসা মারসা পরিবহরনের একটি বাস থেকে এসব সোনা জব্দ করা হয়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত ব্রীজ সংলগ্ন মইজ্জার টেক এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা মারসা পরিবহনের একটি বাস তল্লাশি করে সাড়ে ৯ কেজি সোনা জব্দ করা হয়। 

এ ঘটনায় দুই পুরুষ ও দুই নারীকে আটক করা হয়েছে। তবে কোথা থেকে এ সোনা এসেছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।