ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

সিলেটে নৌকাকে ঠেকাতে মরিয়া বিরোধীরা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুন ১৬, ২০২৩

সিলেটে নৌকাকে ঠেকাতে মরিয়া বিরোধীরা
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয় ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় বিএনপি-জামায়াত নৌকার বিপক্ষে দলীয় ভোটারদের কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে। নৌকার বিপক্ষে ভোট দিতে দলীয় সমর্থকদের নির্দেশ দেওয়া হচ্ছে। নির্বাচন থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও একই পথে হাঁটছেন। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবহিত।

নৌকার বিপক্ষে দলীয় ভোটারদের কাজে লাগানোর ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, যে নির্বাচন বিএনপি বর্জন করেছে, সে নির্বাচনে দলীয় ভোটারদের ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়ায় ইতোমধ্যে ৪২ জন বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ২১ জুনের নির্বাচন বর্জন করতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নৌকা ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বুধবার রাতে সিটি নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিতের জন্য নৌকায় ভোট দিন। কারণ, নৌকা উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক। তিনি বলেন, মহানগরীর সুষম উন্নয়ন নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে। বৃহস্পতিবার মহানগরীর জেলরোড এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি মতবিনিময় সভা করেন। এ সময় তিনি চিকিৎসক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। নির্বাচিত হলে সব কিছু করবেন বলে তিনি আশ্বাস দেন।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গভনির্ং বডির চেয়ারম্যান প্রফেসর ডা. আফজাল মিয়ার সভাপতিত্বে ও কমিউনিটি মেডিসিন বিভাগের লেকচারার ডা. এজাজ উদ্দিন আহমদ সানির সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা. মুসা এমএ কাইয়ুম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এএফএম নাজমুল ইসলাম, গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাহিদ ইলোরা, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. হামিদা খাতুন, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. জসিম উদ্দিন, নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. গুলবদন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জমান চৌধুরী জগলু প্রমুখ।

এছাড়া নগরীতে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন সংস্কৃতিকর্মীরা। পরিকল্পিত স্মার্ট সিটির জন্য তারা নৌকায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে তারা নৌকার পক্ষে প্রচারে নামেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট বাচিক শিল্পী মোকাদ্দেস বাবুল, ডা. নাজেরা চৌধুরী, শামসুল আলম সেলিম, গৌতম চক্রবর্তী, রজতকান্তি গুপ্ত, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, হুমায়ুন কবীর জুয়েল, আবিদ ফয়সাল, মোস্তাক আহমেদ, সিরাজ উদ্দিন শিরুল, এখলাছ আহমদ তন্ময়, সাইফুর রহমান চৌধুরী সুমন, দুর্জয় পুরকায়স্থ, ধ্রুবজ্যোতি দে, সৈয়দ সাইমুম আনজুম ইভান, নিপেন্দ্র তালুকদার প্রমুখ।

এদিকে, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচনে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না। কোনো মৌসুমি পাখিকে নগরবাসীরা নির্বাচিত করবেন না বলে তাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। বৃহস্পতিবার নগরীর বন্দরবাজারের হাসান মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকীসহ স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।