টেকনাফে ইয়াবার স্বর্গরাজ্য বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন ও সোনা মেহের দুই মা ছেলে এবং আবুল হাসানকে সাথে নিয়ে ইয়াবা সরবরাহ করে আসছিল।
তবে তাদের শেষ রক্ষা হয়নি, গতকাল রাতে জালিয়াপাড়া এলাকায় গোপন অভিযান পরিচালনা করে র্যাবের জালে ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হয়েছে র্যাবের সদস্যরা।এসময় তাদের বসতঘরে অভিযান চালিয়ে স্কুল ব্যাগ ও বস্তার ভেতর থেকে ২ লক্ষ ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভোরে একই উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সুলিশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৭লক্ষ ইয়াবা ও আরও ২ জনকে আটক করতে সক্ষম হয় র্যাবের সদস্যরা।এসময় একই দিনে র্যাবের পৃথক অভিযানে দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকা রশিদ আহমেদ নামে এক মাদক মামলার আসামীকেও আটক করেছে র্যাব-১৫
মঙ্গলবার র্যাব-১৫ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্ণেল সাইফুল ইসলাম সুমন।
আটককৃত ব্যাক্তিরা হলেন জালিয়াপাড়ার আলমগীর হোসেন,সোনা মেহের,আবুল বশর ও ফুলের ডেইল এলাকার মোঃ ফয়সাল এবং জাদীপাড়া এলাকার এমরান প্রঃ লাদেন।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় আটককৃত সোনা মেহেরেরে বিরুদ্ধে টেকনাফ থানা একটি মাদক মামলা,ফয়সালের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ দুটি মামলা এবং এমরান প্রঃ লাদেনের বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা রয়েছ।
এছাড়া গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।