Can't found in the image content. ফুলবাড়ীতে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, মে ৩১, ২০২৩

ফুলবাড়ীতে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদি দল (বিএনপি'র) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের রাবিয়া কমিনিউটি সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মহফিলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি,উপজেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হক নাজিম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার,যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম, যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ন আহব্বায়ক জাকিউর রহমান চঞ্চল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।

আলোচনা সভাশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা সহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মওঃ নবীউল ইসলাম।