ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

EN

ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা যেদিন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মে ৩০, ২০২৩

ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা যেদিন
নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের তফসিল আগামী ১ জুন ঘোষণা হতে পারে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের সময়সূচি নির্ধারিত হয়েছে। নির্বাচন কমিশন সচিব এলে আগামী ১ জুন হয়তো এটি ঘোষণা করা হবে।

এর আগে, গত ১৫ মে আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।