পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে।
সোমবার দুপুরে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী (মিল বাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ান খান (১৬) টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ও পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের মোঃ কামাল খানের ছেলে।
স্থানীয়রা জানান, সহযোগীদের নিয়ে বিভিন্ন বাড়ি থেকে ডাব ক্রয় করে তা কেটে নিয়ে ব্যবসা করতো ইয়ামিন খান।
দুপুরে ডাব ক্রয়ের জন্য মো. সিদ্দিক হাওলাদারের বাড়িতে ঢোকার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে পল্লী বিদ্যুতের বিচ্ছিন্ন হয়ে পরে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইয়ান।
এসম সাথে থাকা হাফিজুর হাওলাদার ও জিহাদ শেখ নামের দুই সহযোগী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ান খানকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম জানান, দক্ষিণ ইন্দুরকানী ২৪০ ভোল্টে পল্লী বিদ্যুৎ লাইনের তার কিভাবে ছিঁড়ে পড়ে গেল তাহা জানিনা। তবে দুর্ঘটনার পরে আমাদের কাছে দুপুরে ১২দিকে এক ব্যক্তি ফোন করলে তাৎক্ষণিক লাইন বন্ধ করে দিই।