Can't found in the image content. রংপুরে হাসপাতাল থেকে হাতকড়া নিয়ে আসামির পলায়ন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

রংপুরে হাসপাতাল থেকে হাতকড়া নিয়ে আসামির পলায়ন

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৯, ২০২১

রংপুরে হাসপাতাল থেকে হাতকড়া নিয়ে আসামির পলায়ন
রংপুরের বদরগঞ্জে হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় মাদক মামলার এক আসামি পালিয়েছেন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্যদের উপস্থিতিতেই আসামি ওসমান গণি (৩৫) হাসপাতাল থেকে পালিয়ে যান। তিনি দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমান গণিকে শনিবার রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে মাদকসহ আটক করা হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে হাতকড়া পরা অবস্থায় পুলিশ ভ্যানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। টয়লেটে যাওয়ার কথা বলে সেখান থেকে কৌশলে পালিয়ে যান ওসমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক। তিনি সাংবাদিকদের বলেন, ওসমান গণি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাতে পুলিশের হাতে আটক হবার পর সে অসুস্থতার ভান করে হাসপাতাল থেকে পালিয়ে যায়। থানা থেকে ফোন করে এই ঘটনার কথা আমাকে জানানো হয়েছে।

এ ব্যাপারে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ওসমান গণি হাসপাতালের টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।