Can't found in the image content. রোহিঙ্গা শিবিরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১

EN

রোহিঙ্গা শিবিরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ৩, ২০২১

রোহিঙ্গা শিবিরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা শিবিরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলায় শালবাগান রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬নং ক্যাম্পের ব্লক. সি/৬, এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম মো. জাফর।

প্রতিবেশী রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী মো. জাফর নিজেই গলা কেটে হত্যা করেছে। এ ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছেন।

১৬ এপিবিএন পুলিশের সিও তারিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। বাকিটা আইনি প্রক্রিয়া শেষে জানা যাবে।