কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা শিবিরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলায় শালবাগান রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬নং ক্যাম্পের ব্লক. সি/৬, এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম মো. জাফর।
প্রতিবেশী রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী মো. জাফর নিজেই গলা কেটে হত্যা করেছে। এ ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছেন।
১৬ এপিবিএন পুলিশের সিও তারিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। বাকিটা আইনি প্রক্রিয়া শেষে জানা যাবে।