কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (২৮ মে) দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে ৮টায় উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, রবিবার সকালে চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটো বাহন সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।