ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

৭ হাজারেরও বেশি নরমাল ডেলিভারি করে আলোচিত দেলোয়ারা বেগম

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: শনিবার, মে ২০, ২০২৩

৭ হাজারেরও বেশি নরমাল ডেলিভারি করে আলোচিত দেলোয়ারা বেগম
লক্ষ্মীপুরের দেলোয়ারা বেগম। বর্তমানে নিয়োজিত আছেন জেলার রায়পুর উপজেলার ৭নং বামনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাাণ পরিদর্শিকা হিসেবে। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত করেছেন প্রায় সাড়ে ৭ হাজার নরমাল ডেলিভারি। চাকুরি জীবনে তিনি একপ্রকার প্রসূতি বন্ধু হিসেবে পরিচিতও অর্জন করেছেন। তার চাকুরির প্রথম পদায়ন হয় লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং শাকচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। সেখানে ছিলেন প্রায় দেড় বছরের মতো। এরপর জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন প্রায় ৪ বছর। পরে একই উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একই পদে দায়িত্ব পালন করেন প্রায় ৭ বছর। চাকুরি জীবনের বাকি প্রায় দীর্ঘ ১৬ বছর ছিলেন ৪নং সোনাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে। বর্তমানে তিনি উপজেলার ৭নং বামনী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে নিয়োজিত আছেন। বর্ণাঢ্য কর্মজীবনের বিগত প্রায় ৩১ বছরে আনুমানিক সাড়ে ৭ হাজারটি সফল নরমাল ডেলিভারি করেছেন এই কর্মকর্তা। তাছাড়া তার প্রসব পূর্ব সেবা পেয়েছেন প্রায় ৩০ হাজার নারী। 

এমনকি ২০২০ সালে করোনা মহামারীর সময় যখন গর্ভবতী নারীরা অদৃশ্য ভাইরাসের কারণে ছিলেন দুশ্চিন্তায় ঠিক সে সময়টায় বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করেছেন তিনি ও তার সহযোগীরা। কুড়িয়েছেন ব্যাপক সুনামও। কর্মরত এলাকা এবং সাবেক কর্মস্থল এলাকা ছাড়াও জেলার অধিকাংশ মানুষের কাছে তিনি ডাক্তার দেলু আপা নামে পরিচিত। বর্তমান কর্মস্থল ৭ নং বামনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত ২০২২ সালের জুলাই থেকে এ বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত করেছেন প্রায় ১৩৯টি নরমাল ডেলিভারি। তার অধীনে বিগত এক বছরে প্রসব পূর্ব সেবা নিয়েছেন প্রায় ৭৪৭ জন প্রসূতি। 

১৯৬৭ সালে লক্ষ্মীপুরের রায়পুরে জন্ম নেওয়া এ যুগের এ মহীয়সী নারীর বয়স প্রায় ৫৬ বছর। ১৯৯২ সালে শুরু করা চাকুরি জীবনের এই ৩১ বছরে তিনি সরকারি কোয়ার্টারে থেকে প্রসূতি নারীদের প্রদান করছেন ২৪ ঘন্টা নিরলস সেবা। 

২০মে শনিবার সেবা নিতে আসা সাথী আক্তার (২০) নামের এক গর্ভবতী নারী বলেন, নিয়মিত চেক-আপের জন্য এসেছি। ৮ মাসের গর্ভবতী আমি। ডাক্তার দেলু আপা খুব আন্তরিক। 

স্থানীয় পর্যায়ে সবার পরিচিত এই পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বলেন, আমি ১৯৯২ সালে যোগদান করি। এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ হাজার নরমাল ডেলিভারি করেছি। সরকারি সেবা কেন্দ্র হওয়ায় কিশোর-কিশোরী, প্রসূতিসহ সাধারণ মানুষও চিকিৎসা সেবা নিতে আসে। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করি। এখানে কিছু সংকট আছে। উর্ধতন দপ্তরের সুনজর পড়লে সেবার মান বাড়বে।

জানা যায়, সেবা কেন্দ্রে প্রসূতি ছাড়াও শূন্য থেকে ৫ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরী ও সাধারণ মানুষদের নিয়মিত ২৪ ঘন্টা সেবা প্রদান কার্যক্রম চালু রয়েছে।