গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে গুদামের কয়েকটি কক্ষে রক্ষিত ধান ছাড়াও চালকলের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন চালকলের মালিক।
জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর এলাকার সততা চালকলের মূল গুদামের বাইরে অস্থায়ী কয়েকটি ঘরে চলতি মৌসুমে চাল উৎপাদনের জন্য অতিরিক্ত ১ হাজার ২শ মণ ধান মজুদ ছিল।
গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে একটি গুদামে আগুন ধরে যায়। এ সময় শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করেন। পরে পাশ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কয়েকটি কক্ষে রক্ষিত ১২শ মণ ধানসহ চালকলের বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সততা চাউলকলের মালিক তহমিনা বেগম।
সোনাতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রউফ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।