Can't found in the image content. গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুইজন কারাগারে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুইজন কারাগারে

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুইজন কারাগারে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দেওয়াল টপকে পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুইজনকে ১০দিন করে জেল দেয়া হয়েছে। বুধবার (১৭ মে) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক ওই দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্যা বিন শফিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের আলম মিয়ার পুত্র বাঁধন মিয়া ও বামনহাজরা গ্রামের বাবর আলীর পুত্র ইসমাইল হোসেন।  

এর আগে পরীক্ষা শুরুর পরপরই ওই কেন্দ্রের দেয়াল টপকে নকল সরবরাহের সময় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্যা বিন শফিক হাতে নাতে ধরে ফেলেন দুই বহিরাগত নকল সরবরাহকারীকে।