Can't found in the image content. সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মে ১৫, ২০২৩

সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যেদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী শোক বার্তায় আরো বলেন, চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হলো। তাঁর অভিনীত চলচ্চিত্র দেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। দেশের মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক জগতে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (স্থানীয় সময় সকাল ১০টায়) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।