পিরোজপুরের নাজিরপুরে মো. মুঞ্জুর হোসেন (২৯) নামে এক এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ মে) দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নির্মল ঘরামী (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গুরুতর আহত ওই এনজিও কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত এনজিও কর্মী মঞ্জুর হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. আনোয়র হোসেনের ছেলে ও ‘রিক’ নামের একটি এনজিও’র কর্মী। আর আটক নির্মল ঘরামী উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কর্নধর ঘরামীর ছেলে।
এনজিওটির নাজিরপুর শাখা ব্যাবস্থাপক মো. সোহেল সরদার জানান, ওই দিন মঞ্জুর হোসেন ওই এলাকায় কিস্তি সংগ্রহ করে উপজেলা অফিসের দিকে ফিরছিলেন। এসময় ঘটনা স্থলে পৌঁছলে অভিযুক্ত ব্যক্তি তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সাথে থাকা প্রায় ৯৬ হাজার টাকা, স্বর্নের চেইন সহ মুঠোফোন ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এবং তাকে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। স্থানীয় গ্রাম পুলিশ সহ স্থানীয়রা ওই দৃশ্য দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দিপান্বিতা দেবনাথ জানান, তার হাতে, বুকে, মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে ধাড়ালো অস্ত্রের অসংখ্য মারাত্মক কোপ রয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এক এনজিও কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।