ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ |

EN

উখিয়া ক্যাম্পে গোলাগুলি, ১ রোহিঙ্গা নিহত

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, মে ১২, ২০২৩

উখিয়া ক্যাম্পে গোলাগুলি, ১ রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ‘দুষ্কৃতকারীদের’ হামলায় গুলিবিদ্ধ হয়ে কবির আহমদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১ ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটে। 

কবির আহমদ (৩৫) উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন নিহতের বন্ধু উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ রফিক।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।

স্থানীয়দের বরাতে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১ ব্লকে অজ্ঞাতনামা ১০-১২ জন দুষ্কৃতকারী কবির আহমদকে হাত বেঁধে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় কবির আহমদের সঙ্গে থাকা বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হয়।

গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।