ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মদনে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে শেলাই মেশিন বিতরণ

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৯, ২০২১

মদনে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে শেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী প্রতিপাদ্যটি সামনে রেখে মঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন  নেছা মুজিব এরঁ ৯১তম জন্মবার্ষিকী দিবস পালিত হয়েছে।

রোববার এ উপলক্ষে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় হতদরিদ্রদের মাঝে শেলাই মেশিন বিতরণ ও মোবাইল ব্যাকিং এর মাধ্যমে নগদ টাকা প্রেরণ করা হয়েছে।

সহকারি কমিশনার ভূমি উম্মে সালমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি অফিসার হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সুবিধাভোগী শাহিনুর আক্তার প্রমূখ।

শেষে ৭ জন হতদরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে একটি করে শেলাই মেশিন ও তিনজনকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।