ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মাটিরাঙ্গা জোন কর্তৃক কৃষি উপকরণ বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: বুধবার, মে ১০, ২০২৩

মাটিরাঙ্গা জোন কর্তৃক কৃষি উপকরণ বিতরণ
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক অসহায় দরিদ্র কৃষকদের মাঝে ফলদ, বনজ গাছের চারা বীজ এবং সার বিতরণ করা হয়েছে। 

বুধবার ১০ মে, বিকালের দিকে সাপমারা আর্মি ক্যাম্পের অধীন ১০ টি পাহাড়ী এবং ১০টি বাঙালি পরিবারের মাঝে মোট ১৪ প্রজাতির মৌসুমি শাক-সবজির বীজ এবং সার বিতরণ করা হয়। এছাড়াও ২০৫ জন পাহাড়ি  বাঙালি জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ  ৮৫ টি গাছের চারা বিতরণ করা হয়। 

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।