গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। রবিবার (৭মে) মধ্য রাত ১২ টা ১ মিনিটে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৬) ও ডাবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহমান ওই ৩ কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক বলেন, ছুটফা গ্রামের হাসান সরদার ট্রলি চালক। তার ট্রলির যন্ত্রপাতি কেনার জন্য রবিবার রাতে ওই ৩ কিশোর ছুটফা গ্রাম থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যায়। ট্রলির যন্ত্রপাতি কিনে মোটর সাইকেলে করে তারা গ্রামে ফিরছিল। মোটরসাইকেলটি সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পার্শ্ববর্তী খাদে সিটকে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে জামি শেখ নিহত হয়।
আহত হাসান সরদার ও তাজিম শেখকে উদ্ধার করে সংকটজনক অবস্থায় প্রথম গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে আজ সোমবার ভোরে ওই দুই কিশোরের মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি এস আই আব্দুর রহমান ওই ৩ কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ তিনটি ছুটফা গ্রামের বাড়িতে রয়েছে। বিষয়টি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ টেক কেয়ার করবে।