Can't found in the image content. প্রথম দিনের পরিক্ষায় অনুপস্থিত ৬০ পরিক্ষার্থী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

প্রথম দিনের পরিক্ষায় অনুপস্থিত ৬০ পরিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩

প্রথম দিনের পরিক্ষায় অনুপস্থিত ৬০ পরিক্ষার্থী
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্পন্ন হয়েছে।  তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬০জন পরীক্ষার্থী।

রবিবার (৩০ এপ্রিল) উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিন এসএসসিতে ৪১ জন, দাখিলে ১৫ জন ও ভোকেশনাল পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষার প্রথম দিন মোট ৫ হাজার ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৫ হাজার ২৫০, দাখিল পরীক্ষায় ১ হাজার ৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৯৯১ জন, আর ভোকেশনাল পরীক্ষায় ৬২ হন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৯ জন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।