ইলিশ সম্পদ উন্নয়ণ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা নিধোন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নে বাজার পরিদর্শন কালে ১২কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করে ইন্দুরকানী উপজেলা মৎস্য দপ্তর ।
আজ শুক্রবার সকাল ১০টায় ইন্দুরকানী বাজার পরিদর্শন কালে এই জাটকা মাছ জব্দ করা হয়।
ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী বলেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আমরা জাটকা নিধন রোধ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন সংক্রান্ত মোবাইল কোর্ট ও অভিযানে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান ও পরিদর্শন করে থাকি তার ধারাবাহিকতায় আজ ইন্দুরকানী সদর ইউনিয়নে ইন্দুরকানী বাজারে পরিদর্শন কালে ১২কেজি জাটকা মাছ জব্দ করা হয়। তবে আমরা জাটকা মাছ বিক্রেতাকে আটক করতে পারিনি আমাদের আসার আগেই তিনি মাছ রেখে পালিয়ে যায়। পরে আমরা উপস্থিত জনতার সামনেই জব্দ করা ১২কেজি জাটকা মাছ দুইটি এতিম খানায় দিয়ে দেই।
তিনি আরো বলেন জাটকা নিধন রোধ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন সংক্রান্ত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।
এসময় আরো সাথে ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ডাটাএন্ট্রি অপারেটর মো: রাসেল হাওলাদার ফিল্ড ফেসিলেটর সাকিল শেখ, মো: হাসান বশির প্রমুখ।