প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের র্স্মাট নাগরিক গঠনের লক্ষে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত ট্যাব ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে ।
সোমবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ইউএনও লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে উপজেলার ১২টি স্কুলে ৭২টি ট্যাব বিতরন করা হয় ।
ট্যাব বিতরণ অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় বক্তাব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, আ”লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, ইন্দুরকানী থানা ওসি এনামুন হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের, আ”লীগ নেতা মনিরুজ্জামান মৃধা, শিক্ষক গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ ।