ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

যেসব শর্তে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ৩০, ২০২১

যেসব শর্তে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান খান জামিন পেলেও তিনি আর দশজনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, শাহরুখ-গৌরী পুত্রের জন্য ৫ পাতা জুড়ে রয়েছে নির্দেশ, যা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তাকে। 

 

শুক্রবার ভারতের মুম্বাই হাইকোর্টের পক্ষ আরিয়ানের জামিনের জন্য নানা শর্তারোপ করা হয়। বিস্তারিত ওই শর্তাবলী প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

 

১) এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাবেন আরিয়ান, সঙ্গে থাকতে হবে একজন সিউরিটি। উল্লেখ্য আরিয়ানের সিউরিটি হয়েছেন জুহি চাওলা।

 

২) এই ধরণের কোনওরকম পার্টির অংশ হতে পারবেন না আরিয়ান খান।

 

৩) এই মামলার কোনও সহ-অভিযুক্তর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখা যাবে না। সুতরাং ছেলেবেলার বন্ধু আরবাজের সঙ্গে কথা বন্ধ আরিয়ানের। এই মামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে এমন কারুর সঙ্গেই যোগাযোগ রাখা যাবে না।

 

৪) এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ানকে, ছাড়া যাবে না দেশ। প্রয়োজনে নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি।

 

৫) তদন্তের সঙ্গে জড়িত কোনও সাক্ষীকে প্রভাবিত করা বা তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা থেকে বিরত থাকবে অভিযুক্ত।

 

৬)  সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনওরকম মন্তব্য করা যাবে না।

 

৭) মুম্বইয়ের বাইরে যেতে হলে এই মামলার তদন্তকারী অফিসারকে আগে থেকে জানাতে হবে এবং তাঁর অনুমতি নিতে হবে। 

 

৮) প্রত্যেক শুক্রবার এনসিবির দফতরে হাজিরা দিতে হবে আরিয়ান খানকে। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত উপস্থিত থাকতে হবে।

 

৯) মামলার শুনানির দিন অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে।

 

১০) তদন্তে যোগ দিতে এনসিবি আধিকারিকদের ডাকে সাড়া দিতে হবে, তাঁদের সঙ্গে সবরকম সহায়তা করতে হবে।

 

১১) ট্রায়াল শুরু হলে কোনওভাবেই সেই প্রক্রিয়াকে বিলম্বিত করবার চেষ্টা করা যাবে না।

 

১২) উপরোক্ত কোনও শর্ত যদি অমান্য করা হয়, তাহলে এনসিবির তরফে এনডিপিএস আদালতে আবেদন জানানো যাবে অভিযুক্তর জামিন খারিজের জন্য।