বান্দরবানে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আতংকে স্থানীয়রা সকালে রোয়াংছড়িতে গিয়ে আশ্রয় নেয়। ধারণা করা হচ্ছে নিহত সবাই কেএনএফ এর সদস্য।
বৃহস্পতিবার রাত থেকে বান্দরবানের রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় হয়।। পরে শুক্রবার সকালে আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শুরু হওয়া গোলাগুলি শুক্রবার সকাল পর্যন্ত চলে। এসময় ভয়ে কেউ ঘর থেকে বের হননি। পরে গোলাগুলি থামলে স্থানীয়রা ঘর থেকে বের হলে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে রোয়াংছড়িতে গিয়ে যৌথ বাহিনীকে খবর দেয় তারা।
বান্দরবান পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহতরা কেএনএফ সদস্য।
খামতাম পাড়ার ১৭৮ জন বাসিন্দাকে বর্তমানে রোয়াংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়েছে।