শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞার মধ্যেও ইজিবাইক ভর্তি ১৫ মণ জাটকাসহ এক জেলেকে আটক করা হয়েছে।
জব্দকৃত জাটকা এতিমখানা ও স্থানীয়দের অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আটক জেলে সপন মোল্যা (৪৮)কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
শনিবার (০১ এপ্রিল) সকাল ১০ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। এছাড়া জাটকা পরিবহনের ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিক্তিতে শনিবার রাত ৩টার দিকে উপজেলার কার্তিকপুর বাজারের ব্রিজ এলাকা থেকে ভেদরগঞ্জ থানা পুলিশ ১৫ মণ জাটকা সহ ঐ জেলেকে আটক করে।
এসময় উপস্থিত ছিলেন,ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বাহার।