ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মধুপুরে ঝড়ে ভেঙ্গে গেল বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

মধুপুরে ঝড়ে ভেঙ্গে গেল বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার
টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগারের উপরে কালবৈশাখী ঝড়ে আম গছ পড়ে ঘরটি ভেঙ্গে গেছে। ঘরটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়ার দুই দিন পার হলেও পরিদর্শনে আসেননি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কেউ।

বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান কণা ও ঝিমি আক্তার সহ আরো অকে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, গত বুধবার(২৯ মার্চ২৩)ইং ভোর রাতে সরকারী বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও পাঠার ভেঙ্গে যাওয়ার দুই দিন পার হলেও উপজেলা প্রশাসন জানার পরেও কেউ দেখতে আসেনি। তাই আমরা বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগারটি মেরামতে মাননীয় প্রধানমন্ত্রী’র জোর হস্তক্ষেপ কামনা করছি ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান জানান, ঘরটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগারের বই পড়তে পারছে না।এতে শিক্ষার্থীদের মেধা বিকাশে বাঁধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের পাশের একটি বিশাল বড় আম গাছ ঝড়ে ভেঙ্গে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরটি। শিক্ষার্থীরা এই বঙ্গবন্ধু  কর্ণার ও পাঠাগার থেকে জ্ঞান আহরোন থেকে বঞ্চিত হচ্ছে। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসে জানানোর পরেও কেউ দেখতে আসেনি। ঘরটি দ্রæত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতা কামনা করছি।

বিদ্যালয়ের সভাপতি শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ঝড়ে বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার ভেঙ্গে যাওয়ার বিষটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে অবগত করা হয়েছে। ঘরটির মারাত্মকভাবে ক্ষতি হয়েছে।

মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ এর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি  জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ক্ষতিগ্রস্থ বিদ্যালয়ের ছবি ও প্রতিবেদন  আমার অফিসে পাঠাতে বলা হয়েছে।