চাঁদের পাশে এক সারিতে দেখা গেল মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও ইউরেনাসকে। মঙ্গলবার বিবিসি জানায়, সোমবার সন্ধ্যায় সৌরজগতের এই পাঁচ গ্রহকে এক সারিতে দেখা গেছে।
গ্রিনউইচ রয়েল অবজারভেটরির জ্যোতির্বিদ জ্যাক ফস্টার বলেন, শুধু পৃথিবী থেকেই মনে হয় গ্রহগুলো সারিবদ্ধভাবে রয়েছে। সাধারণত একে গ্রহের প্যারেড বলা হয়। এর পর সেগুলো আবার একে অপর থেকে দূরে সরে যায়।
এমন ঘটনা বছরে একাধিকবার ঘটতে পারে বলে মন্তব্য করেন জ্যাক ফস্টার।
স্কাই নিউজ জানায়, আগামী জুনে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি গ্রহকে রাতের আকাশে এক সারিতে দেখা যাবে। এর পর আগামী শরতে এক সারিতে আসবে মঙ্গল, বুধ, শুক্র, শনি ও ইউরেনাস।
স্কটল্যান্ড সীমান্তে হেক্সহ্যামের কিলডার অবজারভেটরি থেকে ড্যান পাই জানিয়েছেন, এই গ্রহগুলো এক সরলরেখায় এসে মিলিত হয়েছে বলে সৌরজগতে পৃথিবীর অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এই গ্রহগুলোর অবস্থান রাতভর পরিবর্তন হয়। পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করতে থাকে, পৃথিবীও সূর্যের চারদিকে আরেকটু ঘোরে এবং সূর্যের চারদিকে অন্য গ্রহগুলোও ঘুরতে থাকে।