Can't found in the image content. টুইটারের মূল্যমান অর্ধেকে নামালেন ইলন মাস্ক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

টুইটারের মূল্যমান অর্ধেকে নামালেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ২৭, ২০২৩

টুইটারের মূল্যমান অর্ধেকে নামালেন ইলন মাস্ক
বহু আলোচনার জন্ম দিয়ে গত বছর টুইটার অধিগ্রহণ করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। টুইটারের এ অধিগ্রহণ নিয়ে কম নাটক হয়নি। ইলন মাস্কের খামখেয়ালিতে আদালত পর্যন্ত গড়ায় শর্ট মেসেজিং প্ল্যাটফর্মটির বিকিকিনি পর্ব। বলা যায়, শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই টুইটার কিনে নেন মাস্ক।

তবে টুইটার কেনার পরও টেসলা প্রতিষ্ঠাতা মাস্কের নানা কাণ্ড একের পর এক খবরের শিরোনাম হয়েছে। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন।

এক ই-মেইল বার্তায় টুইটার কর্মীদের শেয়ার মঞ্জুরির অফার দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। কিন্তু এর জন্য তিনি টুইটারের মূল্যমান নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার।

টুইটারেরর নতুন প্রধানের এ অফার প্রতিষ্ঠানটির কর্মীসহ প্রযুক্তি বিশ্লেষকদেরও অবাক করেছে। গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। 

সূত্র: ফক্স নিউজ