Can't found in the image content. ফেসবুক থেকেই জেনে নিন ইন্টারনেট স্পিড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

ফেসবুক থেকেই জেনে নিন ইন্টারনেট স্পিড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: রবিবার, মার্চ ২৬, ২০২৩

ফেসবুক থেকেই জেনে নিন ইন্টারনেট স্পিড
বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো।

এখন তো ফেসবুক শুধু বার্তা আদান-প্রদান এবং ছবি শেয়ার করার মাধ্যম নয়, বরং অনলাইন শপিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটি। জামা-কাপড় থেকে শুরু করে ঘরের ফার্নিচার সবই কিনছেন ফেসবুকের নানান পেজ থেকে।

তবে জানেন কি? ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। স্মার্টফোন অক্ষত রাখতে যার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অনেক সময় ঝামেলা হয় নেটওয়ার্কে। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারেন ফোনের ইন্টারনেট গতি।

জেনে নিন কীভাবে ফেসবুকের মাধ্যমে ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করবেন-

> ফেসবুকে লগইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

> এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনে ক্লিক করুন।

> এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ট্যাপ করুন।

> এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর 'রান এ স্পিড টেস্ট' নামে একটি অপশন আসবে।

> এই অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।

> ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

> আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তাও স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

> এই ইন্টারনেট স্পিড কী কী কাজ ভালো করে যাবে যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

সূত্র: গিজনেট