Can't found in the image content. লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান ক্রিকেটার হাসান মাহমুদ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান ক্রিকেটার হাসান মাহমুদ

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: শনিবার, মার্চ ২৫, ২০২৩

লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান ক্রিকেটার হাসান মাহমুদ
লক্ষ্মী-বিদ্বান মানুষের আবাসভূমি হিসেবে সুপ্রাচীন কাল থেকেই পরিচিত জনপদের নাম লক্ষ্মীপুর। এখানকার প্রয়াত গুনীজনরা যেমন ছিলেন দেশপ্রেমিক তেমনই ছিলেন মানবহিতৈষী। গুনীজনদের মধ্যে যারা বেঁচে আছেন তারা এখনো ছড়াচ্ছেন আলো। রাখছেন সমাজের উন্নয়নে ভূমিকা। এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মান-মর্যাদা বৃদ্ধির মাধ্যমে গুনীজনদের তালিকায় যুক্ত হলো লক্ষ্মীপুরের আরেক গুনী সন্তানের নাম। তিনি আর কেউ নন- লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান ক্রিকেটার হাসান মাহমুদ। 

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক বিস্ময় মানব হিসেবে ইতোমধ্যেই নিজের পরিচয় তুলে ধরেছেন ডানহাতি যাদুকর হাসান মাহমুদ। ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলে খেলার মাধ্যমে শুরু হয় তার নতুন ইনিংস। এর আগে ১৩ অক্টোবর, ২০১৭ সালে জাতীয় ক্রিকেট লিগে (২০১৭-১৮) চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এই তারকা। 

সম্প্রতি ডানহাতি বোলার হিসেবে হাতের যাদুতে বিশ্ববাসীকে মুগ্ধ করা এই ক্রিকেটারের জন্ম ১৯৯৯ সালের ১২ই অক্টোবর দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরে।এই ক্রিকেট তারকা লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে। ছাত্র জীবনে হাসান মাহমুদ ছিলেন একজন মাদরাসা শিক্ষার্থী। ক্রিকেটের প্রতি ছিলো তার প্রবল আগ্রহ। মাদরাসা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলায় মেতেছিলেন বহুবার- এমন বিস্ময়কর ঘটনার কথা হরহামেশাই শোনা যায় লক্ষ্মীপুরের জনমানুষের মুখে। নারকেল ডাল ও কাঠের তৈরি ব্যাটে খেলেছেন বহুবার। লক্ষ্মীপুরের অসংখ্য খেলার মাঠের সাথেও রয়েছে তার সখ্যতা। খেলেছেন স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে। 

ছোটোবেলা থেকেই হাসান মাহমুদ ছিলেন সরলমনা। সহপাঠীদের সাথে ছিলো দারুণ সখ্যতা। মাদ্রাসায় যাওয়া-আসার সময় বিবাদে জড়িয়েছেন হাসান মাহমুদ- এমনটি জানেন না কেউই। সেই সরলমনা হাসান যে বড় হয়েও সরলমনের মানুষ থাকবেন তাও ছিলো কল্পনার বাইরে। সম্প্রতি আয়াল্যান্ডের সাথে বাংলাদেশের শেষ ওয়ানডেতে হাসান মাহমুদ নিয়েছিলেন পাঁচটি উইকেট। ম্যাচ শেষে যখন বিজয় হাসি হেসে প্যাভিলিয়নে ফিরলেন হাসান মাহমুদ তখন এক ক্রিড়া সাংবাদিক হাসান মাহমুদকে জিজ্ঞেস করেছিলেন, উইকেট শিকারের পর আপনি কেনো তা উদযাপন করেননি? তখন সরল মনে হাসান বলেছিলেন, ব্যাটসম্যান কষ্ট পাবে তাই। এতেই প্রমানিত হয় ছোটোবেলার সরলমনা হাসান মাহমুদ এখনো সরলমনাই আছেন। ছোটোবেলার মতো এখনো লক্ষ্মী ছেলে হয়েই দিনপার করছেন লক্ষ্মীপুরের এই লক্ষ্মী সন্তান। 

২০২১ সালের জানুয়ারিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয় হাসান মাহমুদের ওয়ানডে অভিষেক। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই দুর্দান্ত বোলিং করে সেদিন বাংলাদেশের মান রেখেছিলেন হাসান মাহমুদ। ৬ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ টি উইকেট। এবার ক্যারিয়ারের সপ্তম ইনিংসে এসে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন লক্ষ্মীপুরের এই লক্ষ্মী সন্তান। তার সাম্প্রতিক এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত লক্ষ্মীপুরসহ পুরো বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে ২২ গজের মাঠে আলো ছড়িয়ে বিশ্ব মাঝে শীর্ষ স্থানে নিয়ে যাবেন বাংলাদেশকে- এমনটিই প্রত্যাশা সবার।