Can't found in the image content. রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষাসহ সকল প্রকার অশ্লীলতা,বেহায়াপনা বন্ধ ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দরা। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

নারায়ে তাকবির-আল্লাহ আকবার স্লোগান দিয়ে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারী কলেজ মাঠে এসে শেষ হয়।

মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো.রবিউল ইসলাম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাখাওয়াত হোসেন,যুব আন্দোলন দিনাজপুর দক্ষিন শাখার সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তুহিন,যুব আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি মুফতি আব্দুল মালেক সহ শাতাধিক নেতৃবৃন্দও এবং সমর্থক।