ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ২৩ মার্চ, দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজ নুসরাত ফাতেমা চৌধূরী এ আদালত পরিচালনা করেন এ সময়  মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান তার সাথে ছিলেন। 

এসময়, মাটিরাঙ্গা উপজেলা সদরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে পবিত্র রমজান মাস উপলক্ষে অযথা দাম না বাড়াতে সকলকে সতর্ক করে দেয়া হয়। 

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজ নুসরাত ফাতেমা চৌধূরী বলেন, জনসার্থে এ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।