Can't found in the image content. সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি ছাত্রের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি ছাত্রের মৃত্যু

রাজধানী ডেস্ক | আপডেট: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি ছাত্রের মৃত্যু
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর নবী (২৪) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় ছয়জনের মৃত্যু হলো।

মঙ্গলবার বেলা আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন নূর নবী।

৫ মার্চ দুপুরের দিকে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

বিস্ফোরণের সময় ভবনটির নিচে ছিলেন নূর নবী। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নূর নবীর মাথায় ওপর ভবন থেকে ভারী বস্তু পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া তার ডান পা ভেঙে যায়।  

নূর নবীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। নূর নবী থাকতেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে।